Two woman suddenly discovered for Facebook that they got marry a same man.Nail, citizen of California in USA got married 2001....read in bangla
ফেসবুকের কল্যানে ওয়াশিংটনের দুই নারী হঠাৎ আবিস্কার করলেন তারা
দুজনেই একই ব্যাক্তিকে বিয়ে করেছেন । ক্যালিফোর্নিয়ার বাসিন্দা নেইল ২০০১ সালে
এক নারীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন । ৮ বছর সংসার করার পর ২০০৯ সালে নেইল
ওয়াশিংটনে পাড়ি জমান । সেখানে নেইল তার নাম পরিবর্তন করে প্রথম স্ত্রীকে তালাক
না দিয়ে আবারও এক নারীকে বিয়ে করেন । নেইলের পূর্বের নাম ছিল এলেন ফালক । ২০১২
সালে প্রথম স্ত্রী ফেসবুকে পিপল ইউ ম্যা নো অপশনে গিয়ে দ্বিতীয় স্ত্রীর
সাথে ঘটনাক্রমে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালে দ্বিতীয় স্ত্রী তা গ্রহন করেন । প্রথম
স্ত্রী ,দ্বিতীয় স্ত্রীর পেজ ভিজিট করতে গিয়ে আলেন ফালকের দ্বিতীয় স্ত্রীর
বিয়ের ছবি দেখতে পান ।
প্রথম স্ত্রী সাথে সাথে দ্বিতীয় স্ত্রীকে ফোন দিলে দ্বিতীয়
স্ত্রী প্রথম স্ত্রীর ফ্লাটে চলে আসেন এবং প্রথম স্ত্রীর বিয়ের কাবিননামা দেখতে
চান এবং জিজ্ঞাসা করেন তাদের তালাক হয়েছে কিনা ? কিন্তু প্রথম স্ত্রী জানান,
তাদের মধ্যে এখনও বিচ্ছেদ হয়নি । এরপর কেল্লা ফতে । প্রতারণা দায়ে উভয় স্ত্রীই
নেইলের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন । যথারীতি নেইল কে আটক করেছে পুলিশ । সাব্বাস
ফেইসবুক !
No comments:
Post a Comment