Pages

Monday, February 27, 2012

US military in Yeman, attack for Iran

Few Thousand military  of US are now in Yeman island. It is preparation for attacking Iran. read details  in Bangla..

ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার উদ্দেশ্যে কয়েক হাজার মার্কিন সেনা ইয়েমেনের সোকোত্রা দ্বীপে পৌঁছেছে। ইয়েমেনে মার্কিন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার ঘোষণার কয়েক মাস পর সোকোত্রা দ্বীপে মার্কিন সেনা মোতায়েনের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইসলাম টুডে ওয়েব সাইট এ খবর দিয়েছে।
ইয়েমেন তার দ্বীপে অস্থায়ী মার্কিন সেনা ঘাঁটি প্রতিষ্ঠার ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব নাকচ করে দিয়েছে। সোকোত্রা দ্বীপ আফ্রিকার শৃঙ্গ থেকে মাত্র ৮০ কিলোমিটার পূর্বে এবং ইয়েমেনের সাগর -সীমা থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত। এ দ্বীপের উল্টো দিকে রয়েছে লোহিত সাগর ও এডেন উপসাগর। মার্কিন সরকার ২০১০ সাল থেকে সোকোত্রা দ্বীপে বিশাল বিমান ও নৌ ঘাঁটি নির্মাণ করছে। মার্কিন সেনারা সেখানে সাবমেরিন মোতায়েনের ব্যবস্থাসহ গোয়েন্দা কমান্ড সেন্টার এবং রাডার ফাঁকি দিতে সক্ষম ড্রোন উড়ানোর প্যাডও গড়ে তুলছে। এই দ্বীপে মার্কিন সামরিক স্থাপনাদি নির্মাণের কথা পেন্টাগন কখনও ঘোষণা করেনি। আরব আমীরাত, কাতার ও কুয়েতে প্রকাশ্য মার্কিন সেনা ঘাঁটি রয়েছে। মার্কিন সরকার ও ইসরাইল দাবি করছে, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং ইরানের ওপর হামলার সম্ভাবনা তারা উড়িয়ে দিচ্ছে না বলেও হুমকি দিয়ে আসছে। ইরান পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার অভিযোগ জোর দিয়ে অস্বীকার করে আসছে এবং আন্তর্জাতিক পরমাণু তদারকি সংস্থা বা আইএইএ ইরানের বেসামরিক পরমাণু তৎপরতায় বিচ্যুতির কোনো প্রমাণ কখনও খুঁজে পায়নি। ইরান তার পরমাণু স্থাপনায় হামলার জবাবে কঠোর ও ধ্বংসাত্মক পাল্টা হামলা চালাবে বলেও সর্তক করে দিয়েছে।.

No comments:

Post a Comment